রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহা স্মরণে বইমেলার আয়োজন করতে যাচ্ছে নবজাগরণ ফাউন্ডেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহিদ এম. মনসুর আলী প্রশাসনিক ভবন চত্বরে মেলা শুরু হয়ে চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের প্রতিপাদ্য ‘তারুণ্যের ভাবনার পরিধি বাড়াই, প্রান্তিক শিশুদের পাশে দাঁড়াই।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাওয়া বইমেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্টল খোলা থাকবে। নবজাগরণ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা উৎসবে বই বিক্রির দায়িত্ব পালন করবেন।
আয়োজকরা জানিয়েছেন, মূলত চিন্তাশক্তির বিকাশ ও তরুণদের মধ্যে সাহিত্য চেতনা জাগ্রত করতেই মেলা আয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই গ্ৰন্থ উৎসব থেকে অর্জিত মুনাফা ব্যয় করা হবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য।
এবারের মেলায় বাংলা প্রকাশ প্রকাশনী, ইত্যাদি প্রকাশনী, হাওলাদার প্রকাশনী, প্রজন্ম প্রকাশনী, অনন্যা প্রকাশনীসহ অনলাইন বই বিক্রি করা প্রতিষ্ঠান ‘বইবাজার ডটকম’ এবং রাজশাহীর তিনটি স্বনামধন্য লাইব্রেরি যুক্ত থাকবে।
নবজাগরণ ফাউন্ডেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন যা গত ১০ বছর যাবৎ নানাবিধ স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মান উন্নয়ন ও সামাজিক উন্নয়নে সহায়তামূলক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে শিক্ষাক্ষেত্রে উৎসাহী করা ও যুগোপযোগী দক্ষতা বৃদ্ধির লক্ষে নিষ্ঠার সাথে কাজ করছে।