৪০ বছর পর ১৫ একর জমি উদ্বার করলো ডিএসসিসি

৪০ বছর ধরে বেদখলে থাকা ১৫ একর জমি উদ্ধার করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ডিএসসিসির মালিকানাধীন ১৪ নম্বর আউটফল ক্লিনার কলোনি এবং সিটি পল্লীর এসব জমি বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী ভোগদখল করে আসছিল। রোববার অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম অভিযান পরিচালনা করেন। ডিএসসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন এসময় উচ্ছেদ অভিযানের সার্বিক দিক তদারকি করেন।

অভিযানে সিটি পল্লীর সম্মুখ ভাগ, তেলেগু কলোনির সম্মুখভাগ, ক্লিনার কলোনির প্রায় ৫০টি বাড়িসহ সবমিলিয়ে প্রায় হাজার অবৈধ স্থাপনা ও বাড়ি ভেঙে ফেলা হয়। অভিযানের এক পর্যায়ে কলোনিতে বসবাসরত বাসিন্দারাও সহযোগিতায় এগিয়ে আসেন।

ডিএসসিসি’র সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, উন্নয়নমূলক কাজের জন্য মেয়রের নির্দেশনামত এই ১৫ একর জমির মধ্যে কিছু অংশে তেলেগু সম্প্রদায়ের যেসকল পরিচ্ছন্নতাকর্মী রয়েছে তাদের থাকার ব্যবস্থা করা হবে। বাকি অংশে করপোরেশনের জন্য অত্যাধুনিক মোটর গ্যারেজ নির্মাণ করা হবে। বর্তমানে উচ্ছেদকৃত অংশের বর্জ্য অপসারণের কাজ চলছে বলেও জানান মো. মনিরুজ্জামান উল্লেখ করেন।

অভিযানে অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলী, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার, ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম অনু, ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বাদল সরদার, ডিএসসিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

leave a reply

Reendex

Must see news