জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতা চর্চা নিশ্চিত করাসহ তিনটি দাবিতে মানববন্ধন করেছেন প্রগতিশীল শিক্ষার্থীরা। বুধবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে মানববন্ধন করেন তারা। এসময় তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের নিবর্তনমূলক দুটি ধারা রহিত এবং ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার জন্য উপযুক্ত পরিবেশ থাকা করা জরুরি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাংবাদিকের প্রতি হেনস্তামূলক আচরণই প্রমাণ করে এই ক্যাম্পাসে সাংবাদিকদের কাজের উপযুক্ত পরিবেশ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে ক্যাম্পাস সাংবাদিকদের জন্য স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে হবে।’
কালের কন্ঠের প্রতিনিধির সাথে জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের অসৌজন্যমূলক আচরণের নিন্দা প্রকাশ করে জাবি ছাত্র ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বলেন, ‘সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকের সাথে ছাত্রলীগ সম্পাদকের অশোভনীয় আচরণ অত্যন্ত নিন্দাজনক। এই নিন্দনীয় ঘটনার জন্য দ্রুত তাকে ক্ষমা চাইতে হবে। এছাড়াও, ডিজিটাল নিরাপত্তা আইনকে হাতিয়ার বানিয়ে হেনস্তার শিকার করা হচ্ছে দেশের নাগরিকদের। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।’
সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ। এতে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।