রাজশাহীতে শুরু হয়েছে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস। এবারের আসরে ফুটবল, অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতা থাকবে। বুধবার সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্।
আরএমপি কমিশনার মো: আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী শাহীন আকতার রেণী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: ওয়াহেদুন নবী।
এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারি, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা আরও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকসে পারদর্শী ছিলেন। শাহীন স্কুলে পড়ার সময় স্কুলের হয়ে নিয়মিত ক্রিকেট, ফুটবল ও বাস্কেটবল খেলতেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে তিনি নিয়মিত ক্রিকেট খেলেন। ক্রিকেটের পাশাপাশি ফুটবল এবং বাস্কেটবলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে অবদান রাখেন শেখ কামাল। তাই তার প্রতি শ্রদ্ধা জানাতে এবারের আসরের নামকরণ করা হয়েছে শেখ কামালের নামে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা।