রাজধানীতে শুরু হয়েছে উইমেন’স অ্যাসোসিয়েশন ইন প্রগ্রেস (ওয়াপ) দিনব্যাপী শীত মেলা। শনিবার সকাল ১০ টায় ধানমন্ডি লেকের পাড়ে ডিঙি রেস্টুরেন্ট প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। এতে ৩৪ টি স্টল নিয়ে অংশ নেন নারী উদ্যোক্তারা।
মেলার স্টলগুলোর মধ্যে রয়েছে পোশাক, খাবার, আচার, গয়না, হ্যান্ডিক্রাফট থেকে শুরু করে পরিবারের নিত্য প্রয়োজনীয় নানারকম জিনিসপত্র। বেশিরভাগ পোশাকের স্টলে শীতের পোশাকের পাশাপাশি ছিল সাধারণ সময়ের জন্য উপযোগী বিভিন্ন পোশাক। তবে সবচেয়ে আকর্ষণ ছিল পিঠাপুলির স্টল। সেখানে নানারকম পিঠার পসরা সাজানো আছে।
সকাল থেকে মেলায় ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা ছিল। মূলত নারীরাই এই মেলার প্রধান ক্রেতা। শনিবার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকায় অনেক নারী সন্তানদের নিয়ে আসেন মেলায়। কেউ কেউ বিভিন্ন স্টল ঘুরে পণ্য দেখেছেন আবার অনেকেই পছন্দের পণ্য কিনেছেন বলে জানান স্টল মালিকরা।
মেলায় মেয়েদের জন্য মেহেদী পরানোর ব্যবস্থা রয়েছে। সেখানে তরুণীদের বিনামূল্যে মেহেদী পরিয়ে দিতে দেখা গেছে।
মেলায় হ্যান্ডিক্রাফট আইটেম ফ্রেশ ফ্যাশন এর স্টল নিয়ে বসেছেন তাওহীদা আক্তার সঙ্গীতা। ফ্যাশন ডিজাইনার সঙ্গীতা জানান, তিনি দীর্ঘদিন থেকে হাতে তৈরি বিভিন্ন পণ্য নিয়ে কাজ করেন। আজকের মেলায় বেশকিছু পণ্য বিক্রি করেছেন স্টল থেকে।
জোহরা খাতুন কলি মেলায় অংশ নিয়েছেন কলি কুটিরের কালেকশন নিয়ে। তিনি মূলত কাজ করেন নারীদের পোশাক নিয়ে। সকাল থেকে অনেক ক্রেতা তার স্টলে পণ্য দেখেছেন, অনেকেই পছন্দের জিনিস কিনেছেন বলে জানান তিনি।
উইমেন’স অ্যাসোসিয়েশন ইন প্রগ্রেস এর অ্যাডমিন প্লাবণী রহমান জানান, এটি ওয়াপের তৃতীয় আয়োজন। এবারের আয়োজন কনকনে ঠান্ডার মধ্যে হওয়ায় মেলায় ক্রেতা-দর্শনার্থী কিছুটা কম। এরপরও আশানুরূপ সাড়া পেয়েছেন তারা। অনেক ক্রেতা দর্শনার্থী মেলায় এসেছেন সকাল থেকে।
ওয়াপ ছোট পরিসরে এবার মেলার আয়োজন করেছে। তবে শীতের শেষে বসন্ত মেলার আয়োজন বড় আকারে করা হবে বলে জানান প্লাবণী।