দুর্নীতি করলে কাউকেই ছাড় নয়: মাদারীপুরের ডিসি

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেছেন, ‘প্রত্যেকটি ডিপার্টমেন্টে, প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জায়গায় দুর্নীতিবিরোধী মানসিকতা থাকতে হবে। যদি কোথাও কোন দুর্নীতি পাওয়া যায় তাহলে তার রক্ষা নাই। এ বিষয়ে দু’একটি এ্যাকশন নিতে হবে। তা না হলে ভয় পাবে না।’

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে ড. রহিমা।

তিনি বলেন, অতিরিক্ত যা যা করবেন সবই দুর্নীতি। জানান, মাদারীপুরে একটি রেডিও স্টেশন হবে। এই রেডিও থেকে প্রতিদিন সকালে দুর্নীতিবিরোধী মোটিভেশনাল আলোচনা হবে। প্রতিটি স্কুলের মাইকে এগুলো এ্যাসেম্বলির সময় শিক্ষার্থীদের শোনানো হবে।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম মোস্তফা হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত সভায় দুর্নীতিবিরোধী বক্তব্য দেন পুলিশ সুপার মো: মাসুদ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সরকারি নাজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ মো: জামান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, মাদারীপুর দুদক কার্যালয়ের উপ পরিচালক মো: আতিকুর রহমান।

জেলা প্রশাসন ও দুদক কার্যালয়ের যৌথ আয়োজনে এবং সতেচন নাগরিক কমিটি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, স্কাউট সদস্যরাও। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃতি সংগঠন মাত্রার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন। অনুষ্ঠান শেষে দুর্নীতি বিরোধী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এর আগে সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে দুই শতাধিক স্কুল কলেজের শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তারা অংশ নেয়।

leave a reply