রাজনীতির মাঠে বিএনপির সমাবেশ নিয়ে আতংক বাড়ছে

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ। এখনো সমাবেশের স্থান চূড়ান্ত না হলেও, মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীবাসীর মধ্যে চাপা আতংক ছড়িয়েছে। একদিকে যে কোনো মূল্যে বিএনপি সমাবেশ করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে, আওয়ামী লীগ রাজপথ দখলে রাখতে চায়। দুইদল মুখোমুখি অবস্থান নিলে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশংকা আছে। বুধবার পল্টনে হতাহতের ঘটনা এই উদ্বেগ বাড়িয়েছে কয়েকগুণ।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, রাজনৈতিক সহিংসতা হতে পারে এমন আতংকে আছেন তারা। মোহাম্মদপুরের ইকবাল রোডে কথা হয় গাড়িচালক আরিফুলের সাথে। তিনি জানান, বুধবারের সহিংসতার পর থেকে আতংকে ভুগছেন। কখন কোন অঘটন হয় তা নিয়ে উদ্বিগ্ন তিনি।

কথা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মকর্তা জাফরুল আনামের সাথে। তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রাখেন না। তারা সবাই মনে করেন জনগণ তাদের সাথে আছে কিন্তু পরিস্থিতি আসলে উল্টো। কারণ সাধারণ মানুষ শান্তিপূর্ণ পরিবেশ চায়। রাজনৈতিক অস্থিরতার কারণে জনমনে যে ভীতিকর অবস্থা বিরাজ করছে তা আসলেই কাম্য নয়।’

বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর এলাকায় গিয়ে কথা হয় চা দোকানী মঞ্জুরের সাথে। মুহূর্ত নিউজকে তিনি জানান, গতকাল থেকে তার দোকানে লোকজনের আনাগোনা কমেছে। এই এলাকার বিভিন্ন মহল্লায় পুলিশ টহল দিচ্ছে। তাই লোকজন সতর্ক অবস্থায় রয়েছে। আগে দোকানে চা খেতে এসে অনেকেই দীর্ঘ সময় ধরে আড্ডা দিত কিন্তু গতকাল থেকে ক্রেতারা চা খেয়ে বেশিক্ষণ থাকছেনা।

রাত নয়টার দিকে আগারগাঁওয়ের সঙ্গীত কলেজ এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে বিক্ষোভ করেছে। এসময় তারা বিএনপির বিরুদ্ধে নানারকম স্লোগান দেয়।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। পাড়া মহল্লায় পুলিশের টহল লক্ষ্য করা গেছে। বুধবারের ঘটনায় বিএনপি নেতাদের আটকের পর থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সতর্ক অবস্থায় আছে।

leave a reply