নবম পে-স্কেল ঘোষণার দাবিতে কুবি কর্মচারীদের মানববন্ধন

দেশের সকল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য নবম পে-স্কেল ঘোষণার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। একইসাথে পে-স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত কর্মচারীদের জন্য ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানান তারা। 

সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন থেকে এসব দাবি জানান তারা। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের ডাকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি দীপক চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক

মো: মহসিন, চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ আবদুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারীরা।

বক্তারা বলেন, প্রতিটি কর্মচারী খুব কষ্টে জীবনযাপন করছে। ২০১৫ সালের পর কর্মচারীদের কোনো পে-স্কেল ঘোষণা করা হয়নি। কিন্তু বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যাতে দ্রুত আমাদের নবম পে-স্কেল ঘোষণা করা হয়।

leave a reply