বর্তমান সংকটের সময়ে মানুষের অধিকার রক্ষার জন্য মুক্তিযুদ্ধের চেতনার সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জে জাসদের নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় দলের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলফাত স্কয়ারে আলোচনা সভায় এমন আহ্বান জানান তারা।
এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সুনামগঞ্জ মশাল মিছিল ও আলোচনা সভা করেছেন দলীয় নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় সংগঠনের জেলা শাখার উদ্যোগে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি এনামুজ্জান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন। এসময় উপস্থিত ছিলেন, জেলা জাসদের সহ-সভাপতি জিতেশ গোপ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেনসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশে সংকটময় সময় পার করছে। এমন মুহূর্তে মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকপ ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার সমস্ত রাজনৈতিক শক্তিকে এক কাতারে এসে দাঁড়াতে হবে।
বক্তারা আরও বলেন, যারা আগুন সন্ত্রাস করে, মানুষের অধিকার কেড়ে নিতে চায়, যারা জনসমাবেশে বোমা হামলা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা আহ্বান জানাচ্ছি আসুন, রাজনৈতিক মাঠে, মঞ্চে আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফরম গড়ে তুলি। যেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করা হবে, মানুষের মুক্তির পথ তৈরি হবে।