শরীয়তপুরে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে ফাউন্ডেশনের গ্রিস শাখার আয়োজনে ডগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক হাজার ৫০০টি কম্বল বিতরণ করা হয়।
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন গ্রিস শাখার সভাপতি নুরুল আমিন দেওয়ানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য দেন শরীয়তপুরের পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি’র ছেলে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফি মোদ্দাসের খান জ্যোতি।
এ সময় শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, নড়িয়া থানার ওসি অবনতি সংকর কর, নশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার, সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফি মোদ্দাসের খান জ্যোতি বলেন, সারা বাংলাদেশে ২০ হাজারও বেশি স্বেচ্ছাসেবী কর্মী রয়েছে আমাদের। ৬২টি জেলা শহরে আমাদের কমিটি রয়েছে। আমরা পথশিশু, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করি। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদানের জন্য ৭টি ভ্রাম্যমাণ স্কুল রয়েছে। আমরা মানবতামূলক কাজ, সমাজ সেবামূলক কাজ করে থাকি।
Leave a Reply