মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে আসা একাধিক নারীর স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগীরা। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কয়েকজন ভূক্তভোগী। তবে দীর্ঘদিন যাবত চুরির ঘটনা ঘটলেও কোনও ব্যবস্থা নিচ্ছেনা হাসপাতাল কর্তৃপক্ষ।
ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গণটিকাদান শুরুর পর হাসপাতালে টিকা নেয়ার জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন ভীড় জমান সাধারণ জনগণ। পরে টিকা নিতে আসা লোকজন হাসপাতালের ভেতর লাইনে দাঁড়ালে নারীদের গলার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি হয়ে যায় বলে অভিযোগ করেন একাধিক ভূক্তভোগীরা।
এদিকে চুরির ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়া হচ্ছেনা বলে ভূক্তভোগীদের অভিযোগ। এ ঘটনা জানাজানি হলে উপজেলাজুড়ে নানান সমালোচনা শুরু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ভূক্তভোগী বলেন, আমরা করোনার টিকা দিতে হাসপাতালে আসি। লাইনে দাঁড়িয়ে আমরা টিকা নিই। পরে দেখি আমাদের গলার স্বর্ণের চেইন চুরি হয়ে গেছে। এ বিষয় হাসপাতাল কর্তৃপক্ষর কাছে অভিযোগ দিলেও তারা কোনও ব্যবস্থা নেয় না। তাই এ চুরি দীর্ঘদিন ধরে চলছে। এ কারণে এখন অনেকে টিকা দিতে আসতে ভয় পাচ্ছে।
হাসপাতেলর একজন কর্মকর্তা বলেন, কয়েক মাস যাবত করোনার টিকা নিতে আসা বেশ কিছু নারীর গলার স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটেছে।
এ বিষয় জানতে হাসপাতালে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সোবহানকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, হাসপাতালে চুরির ঘটনা জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক ডা. রহিমা খাতুন বলেন এ বিষয়টি দুঃখ জনক ও অনাকাঙ্খিত।
Leave a Reply