সারাদেশের ন্যায় একযোগে বরিশাল শিক্ষা বোর্ডের অর্ধীনে শুরু হয়েছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা। বরিশাল বিভাগের ১৮৭টি কেন্দ্রে ১ লাখ ১৫ হাজার ৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৬৩টি কেন্দ্রে ৪০ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
বরিশালে যথারীতি পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে হলে প্রবেশ করেছে। এবার সরকার তিনটি বিষয়ের পরীক্ষা নিচ্ছে। ফলে অটো পাশের চেয়ে এবার কিছুটা হলেও মেধার মূল্যায়ন হবে বলে মত অভিভাবকদের।
বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনুচ বলেন, স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে তবেই পরীক্ষা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
Leave a Reply