নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী পালন করেছে ইতালির বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১৮ অক্টোবর) দূতাবাসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত শামীম আহসান।
অনুষ্ঠানে শেখ রাসেল ও পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এছাড়াও উপস্থিত ও ভার্চুয়াল মাধ্যমে অংশ নেয়া অতিথিদের জন্য শেখ রাসেলের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত শামীম আহসান বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘শেখ রাসেল সবসময় বাংলাদেশের শিশুদের কাছে অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হবে।’
সবশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের শধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
Leave a Reply