রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা, ওষুধ, মাস্ক ও খাবার পানি সরবরাহ করেছে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশন। রাজশাহী বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ৮টি বুথ স্থাপন করে পরীক্ষার্থীদের এসব সেবা প্রদান করা হচ্ছে।
সোমবার (৪ অক্টোবর) সকালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের দৌহিত্র বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, রাজশাহী ও ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য ১ অক্টোবর থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। রাবি ক্যাম্পাসের জুবেরী মাঠ, সিনেট ভবন, টুকিটাকি চত্বর, রাবি মেডিকেল সেন্টার, স্টেডিয়াম, চারুকলা সংলগ্ন স্থানে বুথ স্থাপন করা হয়েছে। বুথ থেকে পরীক্ষার্থীদের জরুরী ওষুধ, মাস্ক, খাবার পানি বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এছাড়া তাদের প্রয়োজনী তথ্য প্রদানসহ সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। যতদিন বিশ^বিদ্যালয় ভর্তি পরীক্ষা চলবে ততদিন এই সেবা কার্যক্রম চালু থাকবে।
৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত রাজশাহী বিশ^বিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও এবার প্রথমবারের মতো ঢাকা বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সাতটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। ১ ও ২ অক্টোবর ঢাকা বিশ^বিদ্যালয়ের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা রাবিতেও অনুষ্ঠিত হয়। আগামী ৯, ২২ ও ২৩ অক্টোবর ঢাবির ভর্তি পরীক্ষা রাজশাহীতে অনুষ্ঠিত হবে।
Leave a Reply