পটুয়াখালীতে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় জেলার ৭৫টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভার একটি করে কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে প্রতিটি কেন্দ্রে থেকে টিকা গ্রহীতাদের ভীড় লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষের আলাদা আলাদা তিনটি করে বুথের মাধ্যমে ছয়শ জনকে টিকা দেয়া হয়েছে।
প্রতিটি কেন্দ্রের জন্য তিনজন পরিদর্শক, ছয়জন স্বাস্থ্যকর্মী ও নয়জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। জেলার মোট ৪৮ হাজার মানুষকে একযোগে এই টিকা দেয়া হচ্ছে।
Leave a Reply