ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে পল্লী ভবনে ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার নয়জন ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার নয় লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাওনের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলামের সঞ্চলনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইউসিসিএ লিমিটেডের এডহক কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মোঃ তারেক, থানার ওসি মোঃ হাবিবুল্লাহ সরকার ও ইউসিসিএ লিমিটেড এর সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক আকতার হোসেন ভুইয়া।
Leave a Reply