ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। তার ছোঁয়া পেতে কে না ভালোবাসে। তার স্পর্শ পাওয়াই তো ভাগ্যের ব্যাপার। তার একটি স্পর্শই যে কোনো বিষয়ে এনে দিতে পারে আমূল পরিবর্তন। যেমনটা ঘটেছে বার্সাকে বিদায় জানানো সময় সংবাদ সম্মেলনে চোখের পানি মোছা সেই টিস্যুর। বিক্রি হয়েছে সাড়ে আট কোটিতে।
স্পেনের বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে আসতে হয়েছে ফ্রান্সের পিএসজিতে। বার্সাকে শেষ বিদায় জানানোর সময় সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদেছিলেন খুদে জাদুকর। মেসির কান্না মুছা সেদিনের সেই টিস্যুটি বিক্রি হয়েছে অবিশ্বাস্য দামে।
বার্সেলোনায় বিদায়ী ভাষণ দেওয়ার সময় মেসির চোখের জল মুছতে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো যে টিস্যুটি দিয়েছিলেন সেটি পরে কুড়িয়ে নেয় এক ব্যক্তি। ওই ব্যক্তি সেটি বিক্রির ঘোষণা দেন। সেই টিস্যু বিক্রি হয় এক মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় আট কোটি ৪০ লাখ টাকার কাছাকাছি।
সেই টিস্যুটি নিলাম থেকে কিনেছেন এক স্প্যানিশ ধনকুবের। মেসি এখন আর বার্সার নন, পিএসজির। তবে বার্সার হয়ে না খেললেও মেসিকে যে স্পেনবাসী কখনো ভুলবে না এটা যেন তারই জ্বলন্ত উদাহরণ।
Leave a Reply