সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিনের বিরুদ্ধে অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্পেন আওয়ামী লীগ। মঙ্গলবার (১০ আগস্ট) রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রিজভী আলম।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ইউরোপজুড়ে যখন আওয়ামী লীগকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছে। সে সময় কিছু কুচক্রি মহল জামায়াত ও বিএনপি’র এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয়েছে। সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিনের নামে ফেসবুকে ভুয়া আইডি থেকে অপপ্রচার চালাচ্ছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পরাজিত একটি স্বার্থান্বেষী মহল।
এসময় তিনি আরেও বলেন, স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিন স্পেনে অত্যন্ত জনপ্রিয় ও সামাজিক ব্যাক্তিত্ব তিনি বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সর্বাধিক ভোটে নির্বাচিত সাবেক সভাপতি। কিন্তু ষড়যন্ত্রকারীরা তার বিভিন্ন ছবি এডিট করে বিভিন্নভাবে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। শুধু তাই নয় আমার বিভিন্ন বক্তব্যের ভিডিও এডিট করে বিকৃত ভাবে উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন।
আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা স্পেনে আ’লীগের শক্ত কমিটিকে ভেঙে তচনছ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম সেলিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি একরামুজ্জামান কিরণ, মোঃ কবির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তামিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বেলাল আহমদ, দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম কার্যনির্বাহী কমিটির সদস্য আফসার হোসেন নিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply