কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত ডলফিন। শনিবার (৭ আগস্ট) শেষ বিকেল মৃত ডলফিনটি সৈকতে পড়ে থাকতে দেখেন স্থানীয় জেলেরা। তারা জানান, প্রায় ছয় থেকে সাত ফুট দৈর্ঘ্যের ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে এটি মারা গেছে।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ভেসে আসা ডলফিনটি গঙ্গা নদী শুশুক প্রজাতির। এ প্রজাতির ডলফিনগুলো সাধারণত মাছ খেয়ে বেঁচে থাকে। ফলে জেলেদের মাছ ধরার জালে আটকে মারা যেতে পারে। আবার বয়সের কারণেও এরা অনেক সময় মারা যায় এরপর জোয়ারের পানিতে মৃতদেহ সমুদ্র তীরে ভেসে আসে। এর আগেও এই সমুদ্র সৈকতে বেশ কয়েকটি মৃত ডলফিন এবং তিমি সৈকতে ভেসে এসেছে।
Leave a Reply