বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব-আল হাসান। সাকিব তার নিজের বায়োপিক নির্মাণের কথা জানিয়েছিলেন গত ২০ মার্চ ফেসবুক লাইভে এসে। এ ঘোষণা আসতেই সেটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে এর আগে কোনো বায়োপিক নির্মাণ করা হয়নি। সাকিবের বায়োপিকে কে কে অভিনয় করছেন ঘোষণা আসার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। নেটিজেনরা অনেকেই মতামত দিয়েছেন বায়োপিকে সাকিব ও তার স্ত্রী শিশিরের চরিত্রে কাদের ভালো মানাবে।
অনেকেই ধারণা করছেন, মেহজাবিনকে সাকিবের বউ হিসেবে বেশি মানাবে। তাই অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে সোশ্যাল মিডিয়ার অডিয়েন্সরা সাকিবের বউয়ের চরিত্রে দেখত চেয়েছেন। কারণ শিশিরের চেহারার সঙ্গে মেহজাবিনের অনেক মিল আছে। আর সাকিবের ভূমিকায় জিয়াউল রোশান ও ইয়াশ রোহানের নাম আসে। সাকিবের সঙ্গে রোহানের চেহারা ও কণ্ঠের বেশি মিল থাকায় তাকে নিয়েই ভাবছেন অনেকেই।
মেহজাবিন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে শোবিজে আসেন। বর্তমানে তিনি মডেলিংয়ে পাশাপাশি সিনেমা ও নাটকে অভিনয়ও করছেন। তবে এখনো কোনো তথ্য দেননি সাকিব আল হাসান তার বায়োপিক কে নির্মাণ করছেন এবং কারা থাকবেন। এজন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সবাইকে সাকিবের বায়োপিকে শেষ পর্যন্ত কারা অভিনয় করবেন তা জানতে।
Leave a Reply