রাজশাহী সিটি করপোরেশনের নয় নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার দুপুর একটার দিকে নগরীর দরগাপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রাসিকের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু জানান, প্রায় ছয় মাস ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন রাসিকের প্রবীণ কাউন্সিলর রেজাউন নবী দুদু। তিনি রাজশাহী সিটি করপোরেশনৈর বেশ কয়েকটি পরিষদে নির্বাচিত কাউন্সিলর হিসেবে অবদান রেখেছেন। তিনি নিজ এলাকার উন্নয়নসহ অনেক সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে তার ভূমিকা রয়েছে। ১/১১ এর পর দুই বছরের কিছু বেশি সময় তিনি দায়িত্বপ্রাপ্ত মেয়র ছিলেন।
কাউন্সিলর দুদুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমাবেদনা জানান।
Leave a Reply