সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক কামরুল হাসান জনি’র কথা ও সুরে ‘বাউল মন’ শিরোনামে একটি গানে কন্ঠ দিলেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী সোহাগ সুমন। লন্ডনের রেইন মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে আগামী ২৫ জুলাই গানটি প্রকাশ করা হবে। গানটির সংগীত পরিচালনা করেছেন মোশাররফ হোসেন সেতু।
এ বিষয়ে কণ্ঠ শিল্পী সোহাগ সুমন বলেন, বাউল মন গানটি বাংলা গানের শ্রোতাদের খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস। এটি সহজেই শ্রোতাদের মনে জায়গা করে নিবে।
গানটির বিষয়ে গীতিকার ও সুরকার কামরুল হাসান জনি সংবাদ মুহূর্তকে জানান, বাংলা গান ভালো লাগে। সেই ভালোলাগা থেকে গান লিখতে চেষ্টা করি। তবে লেখার ক্ষেত্রে এখনও আমি নবীন। গানটি শুনতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
Leave a Reply