নিত্যনতুন হেয়ার স্টাইলের জন্য তার বেশ খ্যাতি রয়েছে। সম্প্রতি নতুন হেয়ার স্টাইলের জন্য ফের খবরের শিরোনাম হলেন নেইমার। গত বিশ্বকাপে নুডুলস হেয়ারকাটিং দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। তেমনই এক চুলের ছাঁট দিয়ে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আর ট্রলের শিকার এই ব্রাজিলিয়ান তারকা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সোনালী বিনুনির চুলের ছাঁটে দেখা যায় নেইমারকে। যা দেখে তার ভক্ত বা অনুরাগীরা চমকে যেতেই পারেন। যদিও এখন পর্যন্ত নেইমারের নতুন চুলের এই ছাঁটের কোনও কারণ জানা যায়নি।
ফুটবল জগতে সদা হাস্যোজ্জ্বল নেইমার। তাই সবকিছুরই যে কারণ থাকতে হবে সেই ব্যাপারটা হয়তো মানেন না নেইমার। এবারের নতুন স্টাইল নজরে কেড়েছে অনেকেরই। অবাকও হয়েছেন কেউ কেউ। নেইমারের এই নতুন লুক সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে।
নেইমারের নতুন লুক নিয়ে সমর্থকরাও মজা করতে ছাড়েননি। ইতোমধ্যেই নানা রকমের ট্রল শুরু করেছেন তারাও। সদ্য শেষ হওয়া কোপা আমেরিকায় চিরপ্রতিদন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে তার কান্না সকল ব্রাজিলিয়ানদেরও কাঁদিয়েছিল। তবে তার নতুন লুক ভক্তদের মনে কিছুটা হলেও আনন্দ এনে দিতে পেরেছে বলায় যায়।
Leave a Reply