কুমিল্লায় করোনা শনাক্ত ও মৃত্যুর হার বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন পুরুষ এবং একজন নারী। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ৫৩৬ জনের। মঙ্গলবার সকালে কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মোবারক হোসেন এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪২৮ জনের। এদের মধ্যে ১৬৫ জনই সিটি কর্পোরেশনের। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ১৭ হাজার ৯৮৭ জন। মোট সুস্থ ১২ হাজার ৬১৭ জন।
Leave a Reply