করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে খুলনার পৃথক চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল আটটার মধ্যে তারা মারা গেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবারও হাসপাতাল চারটিতে ২২ জনের মৃত্যু হয়।l
মৃতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে নয়জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দু’জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে তিনজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আটজনের মৃত্যু হয়েছে।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হাসপাতালের রেডজোনে আটজন ও ইয়েলো জোনে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় আটজন মারা গেছেন।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দু’জন মারা যান।
অন্যদিকে, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ফোকাল পারসন ডাঃ প্রকাশ দেবনাথ জানান, করোনা ইউনিটে তিনজন রোগী মারা গেছেন।
Leave a Reply