বরিশালে করোনায় আক্রান্তের হার বেড়েই চলছে। বুধবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে ৪৬ জন রোগী ভর্তি হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে অবজারভেশন কক্ষে মারা গেছে সাতজন। তবে এই হাসপাতালে করোনায় বুধবার কেউ মারা যায়নি।
বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা ২১০ জন। ইতোমধ্যে হাসপাতালে আরও ৫০টি বেড সংযুক্ত করে ২৫০ বেডে উন্নিত করা হয়েছে। তবে লোকবলের অভাবের কথা বলছেন পরিচালক ডা. এইচ এম সাইফুর ইসলাম।
এদিকে, জেলার সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে জেলায় চারজন করোনা রোগীর মৃত্যুর খবর জানানো হয়েছে।
Leave a Reply