রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণের বিস্তাররোধে জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে র্যাব-৫। এর অংশ হিসেবে বুধবার সকালে মহানগরীর জিরো পয়েন্টসহ বেশ কয়েকটি স্থানে জনসাধারণের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এসময় স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান র্যাব সদস্যরা। এছাড়াও লকডাউন কার্যকরে সকলের সহযোগিতা কামনা করেন তারা।
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদারের নেতৃত্বে কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন র্যাব-৫ এর মেজর মোর্শেদ, সাকিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা। পরে লকডাউন কার্যকরে মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসায় র্যাব।
Leave a Reply