রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সহযোগিতায় মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন নওহাটা কলেজ মোড়ের ভূমিহীন ও গৃহহীন অসহায় মুচি দম্পতি। নিজেদের ঘর না থাকায় গেল দুই বছর ধরে নওহাটা মাদ্রাসা মার্কেটের বারান্দায় ছিল তাদের আশ্রয়স্থল। শীত কিংবা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সেখানেই থাকতেন তারা।
অবশেষে তাদের আশ্রয় সংকটের অবসান হতে যাচ্ছে। এজন্য তারা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যদিও এই বৃদ্ধ দম্পতির তিনবেলা খাবারের নিশ্চয়তার কোনো ব্যবস্থা হয়নি।
৭৭ বছর বয়সী শ্রী তপন দাস চোখে দেখতে ও কানে শুনতে পাননা ঠিকমত। তার স্ত্রী অনু রানীও শারীরিক অসুস্থতার কারণে লাঠি ছাড়া হাঁটতে পারেন না। বর্তমানে আয়-রোজগার কমে যাওয়ায় তিন বেলা ঠিক মতো খাবারও জোটেনা তাদের।
Leave a Reply