করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বিভাগীয় শহর রাজশাহীতে কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনেও শহরের প্রধান সড়কগুলো ছিল জনশূন্য। রোববার ভোর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজপথে অবস্থান নেয়ায় মানুষ রাস্তায় বের হতে পারেনি।
তবে দুপুরের দিকে কিছু মোটরসাইকেল ও রিক্সা চলাচল করতে দেখা গেছে। সরকারি নির্দেশনা অনুয়ারী অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা নগরীতে টহল দিয়েছেন দিনভর। জরুরী প্রয়োজনে কেউ রাস্তায় বের হলে তাদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে।
এদিকে, সকালে রাজশাহী মহানগরীর জিরোপয়েন্টসহ বেশ কিছু এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক ও ৪ আনসার ব্যাটালিয়ন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান।
এসময় পুলিশ কমিশনার নগরবাসীকে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করেন। পরে তিনি রাস্তায় চলাচলরত নগরবাসীর মাঝে মাস্ক বিতরণ করেন।
Leave a Reply