রাজশাহী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ চত্বরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক এ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাজশাহী গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদ রানা, উপ-বিভাগীয় প্রকৌশলী এএম ইফতেখার মজিদ, উপ সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট রাজশাহী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে।
Leave a Reply