1. admin@muhurto.tv : muhurtotv :
  2. info@netpeon.org : Ali Siddiki : Ali Siddiki
  3. smbabu.mcj@outlook.com : S M Babu : S M Babu
বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১১:২৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে একদিনে করোনায় আক্রান্ত ১১৯ জন

এইচ এম আলমগীর কবির, সংবাদ মুহূর্ত, সিরাজগঞ্জ।
  • তথ্য হালনাগাদের সময়ঃ বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৫৪ প্রদর্শিত সময়ঃ

সিরাজগঞ্জে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে জেলায় সর্বোচ্চ ১১৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন আক্রান্তের হার ৪৩.৫৯%। এই ১১৯জনসহ  জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল চার হাজার ৬০৮ জনে।

বৃহস্পতিবার (১জুলাই) দুপুরে এসব তথ্য জানান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সৌমিত্র বসাক।
তিনি জানান, নতুন সনাক্ত ১১৯জনের মধ্যে সদরে ৬৫জন, বেলকুচিতে চারজন, উল্লাপাড়ায় ১০জন, রায়গঞ্জে ১৩জন, কামারখন্দে ১০জন, কাজিপুরে ১১জন, তাড়াশে চারজন ও চৌহালীতে দু’জন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ২৭৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে ১১৯ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় সর্বমোট শনাক্ত চার হাজার ৬০৮ জন। মোট সুস্থ হয়েছেন চার হাজার ৪৬৮ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের।খবরটি আপনার স্যোশাল টাইমলাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published.

এই জাতীয় আরও অন্যান্য খবর
কপিরাইট © ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত মুহূর্ত কমিউনিকেশনস লিমিটেড।
error: কপি/রাইট ক্লিক এর অনুমতি নাই !!!