করোনাভাইরাসে আক্রান্তদের সেবাদানের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনকে ছয়টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্র। বৃহস্পতিবার নগর ভবনের মেয়রের দপ্তরে সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দেন আইইবি’র নেতৃবৃন্দ।
এসময় আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আবুল বাসার, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী প্রফেসর ড. আব্দুল আলিম, ভাইস চেয়ারম্যান (এডমিন) প্রকৌশলী প্রফেসর শামিমুর রহমান, সম্মানী সম্পাদক প্রকৌশলী প্রফেসর মোঃ নিজামুল হক সরকার, কাউসিল সদস্য প্রকৌশলী তাকের মোশাররফ উপস্থিত ছিলেন।
২০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করোনায় আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে। সিটি কর্পোরেশনের হটলাইন নম্বরে (০১৭৫৮- ৯০১ ৯০৩) কল করলেই বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। অক্সিজেন সেবার এই কার্যক্রমে আইইবি রাজশাহী কেন্দ্রের দেওয়ায় ছয়টি অক্সিজেন সিলিন্ডারও যুক্ত হলো।
Leave a Reply