মাদারীপুরের শিবচরে ইট বোঝাই ট্রলিচাপায় চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সানজিদা নামের শিশুটি মারা গেছে। সন্তানকে হারিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম। মা রিনা বেগম কেঁদে কেঁদে বারবার মূর্ছা যাচ্ছেন। আর স্কুল শিক্ষক বাবা সরোয়ার হোসেন শোকে যেন পাথর হয়ে গেছেন।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগারো রশি লপ্তিকান্দি গ্রামের স্কুল শিক্ষক সরোয়ার হোসেন মঙ্গলবার সকালে তার বছরের শিশু কন্যা সানজিদা আক্তারকে নিয়ে পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। পথে একটি ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সানজিদাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সানজিদার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা ঘাতক ট্রলিটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিবচর থানার ওসি মো: মিরাজুল হোসেন বলেন, ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। এর চালককে খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply