ফেনীতে একসাথে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সালমা আক্তার (২৪) নামের এক প্রসূতি। ১৪ জুন বিকেলে শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি। সালমা আক্তার পরশুরাম উপজেলার জিএমহাট এলাকার শরিফপুর পাটোয়ারী বাড়ির প্রবাসী আলমের স্ত্রী। চার কন্যা সন্তান ছাড়াও সালমার চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
সালমার দেবর আনোয়ার হোসেন বলেন, ‘জন্মের আগে আমরা আলট্রাসনোগ্রাফি রিপোর্টের মাধ্যমে দুটি সন্তানের কথা জানতে পারি। গতকাল দুপুরে প্রসব ব্যথা উঠলে ভাবীকে শহরের হায়দার ক্লিনিকে নিয়ে আসার পর ডাক্তাররা অস্ত্রপচার করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, বিকেল চারটার দিকে অস্ত্রপচার করে কন্যা সন্তানগুলোর জন্ম হয়। একসাথে চারটি কন্যা সন্তানের জন্ম হওয়ায় খুশি তাদের পরিবার।
অস্ত্রপচারের দায়িত্বে থাকা ডাঃ তাহমিনা সুলতানা নিলু বলেন, সফলভাবে সালমার অস্ত্রপচার সম্পন্ন করা হয়। চিকিৎসকরা জানান, চারটি সন্তানই বর্তমানে সুস্থ আছে এবং তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চার সন্তানের জন্মের খবর পেয়ে তাদের দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছে লোকজন।
Leave a Reply