কুষ্টিয়া শহরে প্রকাশ্যে স্ত্রী-সন্তানসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে পুলিশের এক এসআই। রোববার বেলা ১২টার দিকে শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কাস্টমস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা কারিকর পাড়া গ্রামের শাকিল হোসেন (২৮) তিনি একজন বিকাশ কর্মী। আসমা খাতুন (২৫) এবং তাদের শিশু সন্তান রবিন (৫)। মা ও সন্তানের বাসা কুমারখালী উপজেরার চাপড়া ইউনিয়নে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার তাপস কুমার সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘পরপর তিনটি গুলির শব্দ শুনতে পেয়ে তারা বাইরে এসে দেখতে পান শিশুসহ তিনজন মাটিতে পড়ে আছে। এরমধ্যে মা ও পাঁচ বছরের ছেলে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটির বাবাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
এদিকে, এলাকাবাসী ঘাতককে অস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে থানায় নিয়ে গেছে। জানা গেছে, ঘাতক খুলনা ফুলতলা থানার এসআই সোমেন।
Leave a Reply