রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দু’টি পিসিআর ল্যাবে সর্বশেষ ৩৬৮ জনের নমুনা পরীক্ষায় ১৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এটি এ যাবতকালে করোনায় এই হাসপাতালে একদিনে সর্বোচ্চ মৃত্যু। মৃত ১৬ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নয়জন, রাজশাহীর পাঁচজন ও নওগাঁর একজন রোগী। হাসপাতালের আইসিইউতে বর্তমানে ভর্তি আছে ১২ জন। করোনা ওয়ার্ডে ভর্তি আছে ২২৫ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী হাসপাতালের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, রোগী সংখ্যা বাড়ছে, সমস্যা তীব্র আকার ধারণ করেছে। সে কারণে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। হাসপাতালে রোগীদের স্থান সংকুলান হচ্ছেনা বলেও জানান পরিচালক।
Leave a Reply