করোনার সংক্রমণ রোধে আগামী শনিবার থেকে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে সাতক্ষীরায়। বৃহস্পতিবার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।
তিনি জানান, আগামী শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত গোটা জেলা সাত দিনের কঠোর লকডাউন থাকবে। শনিবার থেকে আগামী সাত দিন বাইরের জেলা থেকে কোনো পরিবহন ঢুকতে পারবে না এবং জেলা থেকে অন্য কোথাও যেতে পারবে না।
তবে এ সময়ে জরুরি পরিষেবা যেমন, কৃষি উপকরণ, খাদ্যশস্য পরিবহন, কোভিড-১৯ টিকা, ত্রাণ বিতরণ, গণমাধ্যমকর্মী, ইন্টারনেট লাইন সংযোগ সংশ্লিষ্টরা লকডাউনের আওতার বাইরে থাকবে।
লকডাউনে অ্যাম্বুলেন্স ও পণ্য পরিবহন ট্রাক চলাচল করবে তাছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। শিল্প কলকারখানার শ্রমিকরা নিজস্ব পরিবহনে যাতায়াত করবেন।
Leave a Reply