জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন পটুয়াখালী জেলার নতুন জেলা প্রশাসক হয়েছেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনের উপ-সচিব শাহীন আরা বেগম পিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ কামাল হোসেন জেলার ৩২তম জেলা প্রশাাসক হিসেবে যোগদান করবেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখায় কর্মরত ছিলেন।
তিনি মতিউল ইসলাম চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।
এদিকে, বর্তমান জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ অধিশাখার উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
Leave a Reply