ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিতাস নদীর পাড়ের বারো-আওলিয়া বিল থেকে স্বপন মিয়া (৪০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত স্বপন মিয়া উপজেলার সুলতানপুর ইউনিয়নের হাবলা-উচ্চ গ্রামের রাজবাড়ীর হাসিম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় স্বপন বারো-আউলিয়া বিলে মাছ ধরতে যায়। কিন্তু সকাল হয়ে গেলেও স্বপন আর বাড়িতে ফিরেনি। দুপুরে স্থানীয় মাছ শিকারিরা তার মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, বিল থেকে মাছ শিকারির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রকৃত ঘটনা জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা কী তা জানা যাবে।
Leave a Reply