বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালের ভাই সৈয়দ জাকির হোসেন দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আছার নগরীর জিলা স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে গত মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন জেলাল ইন্তেকাল করেন।
তিনি বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ছিলেন।
জানাজা নামাজে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, জেলালের মেজ ভাই বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন, উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সিটি করপোরেশনের এক নম্বর প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটু, দুই নম্বর প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। পরে তার মরদেহ নগরীর মুসলিম গোরস্থানে দাফন করা হয়।
গত মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন জেলাল ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন ভাই ও এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply