২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক নিয়ে সংশয়ে আইসিসি

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের শ্রেষ্ঠত্বের আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। আইসিসির পূর্ণ সদস্যদেশ না হয়েও ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছিল যুক্তরাষ্ট্র। তবে অবকাঠামোগত উন্নয়নে আইসিসির মানদণ্ড পূরণ না হওয়ায় মার্কিন মুল্লুকে বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। ফলে বদলে যেতে পারে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক।

ভারতের সংবাদমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে জানায়, টুর্নামেন্ট শুরুর মাত্র বছরখানেক বাকি থাকলেও এখনো অবকাঠামোগত দিক দিয়ে প্রস্তুত হয়ে ওঠেনি যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টটির আগে হাতে খুব বেশি সময় না থাকায় শেষ পর্যন্ত টুর্নামেন্টটি এ অঞ্চল থেকে সরিয়ে নেয়া হতে পারে। সেক্ষেত্রে ২০৩০ সালের আয়োজক ইংল্যান্ডকে পরবর্তী বিশ্বকাপ আয়োজন করার জন্য অনুরোধ করতে পারে আইসিসি। আর ২০৩০ সালের আয়োজন স্বত্ত দেয়া হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে।

সম্প্রতি বিশ্বকাপ আয়োজনের অগ্রগতির অবস্থা জানতে যুক্তরাষ্ট্র যান আইসিসির পরিদর্শক দল। তবে মার্কিনদের অবকাঠামোগত উন্নয়ন সন্তোষজনক নয় বলে জানায় আইসিসি। পরে অস্থায়ী ভাবনায় ব্যবস্থার কথা ভাবা হলেও, সেটিও বেশ জটিল বলে জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র অস্থায়ী ড্রেসিংরুম, গ্যালারী, প্রেস বক্সসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আইসিসির চাহিদা মেটাতে পারবে কি না, সেটিও প্রশ্নের মুখে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দুটি ভেন্যুতে পুরুষদের ৩২টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। এর মধ্যে ২০টি হয়েছে ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে বাংলাদেশ ও ভারত। তবে আইসিসি ইভেন্টের জন্য এটিও পুরোপুরি প্রস্তুত নয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সংশয় থাকলেও, পাঁচ দলের অংশগ্রহণে আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে দেশটির প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট-মেজর লিগ ক্রিকেট।

leave a reply