১০৯৮ নম্বরে ফোন দিলে আইনী সহায়তা মিলবে শিশুদের

মাদারীপুরে শিশু অধিকার ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পেয়ারপুর ইউনিয়ন পরিষদ ভবনে এ বিষয়ে সচেতনতামূলক সভা করা হয়।

সভায় বক্তারা বলেন, ১৮ বছরের কম বয়সের সকলেই শিশু। ২০১৩ সালের শিশু আইন প্রণয়ের মাধ্যমে শিশু ও পরিবারের প্রতি সহিংসতা, নির্যাতন, শোষণ প্রতিরোধে সমাজকর্মীদের ভূমিকা রয়েছে। সমাজকর্মীরা বিভিন্ন সহিংসতায় শিশুদের আইনী সহায়তা প্রদান, সেইফ হোম ও শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা শিশুদের জামিনে মুক্ত করতে এবং নিজ নিজ পরিবারে পুনর্বাসন প্রক্রিয়ায় সর্বোচ্চ সহায়তা করতে পারেন। যেকোন শিশু টোল ফ্রি ১০৯৮ নম্বরে ফোন করে শিশু সহায়তা পেতে পারে।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পেয়ারপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান লাভলু তালুকদার বলেন, আজকে যারা শিশু, তারাই আগামী দিনের ভবিষ্যত। কাজেই এই শিশুদের কীভাবে আগামী দিনে এই দেশ গড়ার কাজে তৈরি করা যায় সেই উদ্দেশ্যেই আজকের আয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফেরদৌসী আক্তার বলেন, কিশোর অপরাধ, কিশোর গ্যাং, বাল্য বিবাহ, তালাক প্রথা, শিশু নির্যাতন, স্কুলগামী কিশোর কিশোরীদের সমস্যাগুলো একত্রে নিয়ে সবার কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই। তারা ১০৯৮ নম্বরে ফোন দিয়ে যেকোন আইনী সহায়তা চাইতে পারবে। সহায়তা চাইলে আমরা উপজেলা, জেলা সমাজসেবা, প্রবেশন অফিসার এই আইনী সহায়তা দিব।

তিনি আরও বলেন, সমাজকর্ম দিবস উপলক্ষ্যে শনিবার থেকে আমাদের কমিউনিটি ডায়ালগ শুরু হয়েছে, চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাখাওয়াত হোসেন হাওলাদারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আফজাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য, সাংবাদিক, গ্রাম পুলিশ, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিসহ অনেকেই।

leave a reply