দিনাজপুরের হিলিতে তিন দিনব্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগি শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় হিলি সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা ও অ্যাথলেটিকস পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এতে মাধ্যমিক পর্যায়ের ৩৫টি স্কুল ও মাদ্রাসার বালক ও বালিকা দু’টি গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ-আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনুর রেজা, উপজেলা স্বাস্থ্য ডাঃ শ্যামল কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ ইকবাল, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটনসহ অনেকে।
তিন দিনব্যাপী দৌড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, শর্টপুর্ট, গোলক নিক্ষেপ, ডিসকাস, বর্ষা নিক্ষেপ ও রিল দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। উপজেলা পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী প্রতিযোগীরা জেলা পর্যায়ে অনুষ্ঠিত এথলেটিকস প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।