হিলিতে অসহায়দের চিকিৎসা সেবা দিলো বিজিবি

দিনাজপুরের হিলিতে সীমান্তবর্তী এলাকার অসহায় ও দুস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে দুই শতাধিক মানুষকে নানা রোগের চিকিৎসাসেবা দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে হিলির গোহাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম।

ডা. আব্দুর ওয়াহাবের নেতৃত্বে বিজিবির একটি মেডিক্যাল টিম দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়ে দারুণ খুশি অসহায় এসব মানুষ।

leave a reply