হাকিমপুরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় হিলি বাজারের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর সৈয়দ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাব মল্লিক, আব্দুল লফিত মন্ডলসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কেক কাটা ও মোনাজাত শেষে শতাধিক দু:স্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, পথ শিশুদের মাঝে শিক্ষার উপকরণ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষ রোপণ করা হয়।

leave a reply