হলে অস্ত্র রাখায় ববি’র ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে আনুমানিক তিনটার দিকে ওই শিক্ষার্থীর ওপর হামলা হয়। তবে হলের অন্য শিক্ষার্থীদের অভিযোগ, রুমে দেশীয় অস্ত্র রাখার কারণে অন্য শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে তার ওপর হামলা করে।

আহত রাজু মোল্লা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি শের-ই-বাংলা হলের ২০০৬ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানান অন্য শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া তিনটার দিকে কতিপয় শিক্ষার্থী আহত রাজু মোল্লাকে হল প্রভোস্টের রুমের সামনে নিয়ে আসেন।এসময় তারা রাজুর কাছে দেশীয় অস্ত্র পাওয়া গেছে বলে অভিযোগ করে তাকে পুলিশে দেবার দাবি জানান। 

আহত রাজু মোল্লা বলেন, ‘আমি ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমার বিরোধী পক্ষ মহিউদ্দিন আহমেদ সিফাতের অনুসারী তাহমিদ জামান নাভিদ, শরীফুল ইসলামসহ পাঁচ থেকে সাতজন বিনা কারণে আমার ওপর হামলা করেছে।’ 

এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে তাহমিদ জামান নাভিদ সংবাদ মুহূর্তকে বলেন, হলে মারামারি হয়েছে এ খবর আমি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। মূলত বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে এমন একটি পক্ষ আমার বিরুদ্ধে এ ধরনের সাজানো অভিযোগ করেছে। তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের রাজনৈতিক অভিভাবকরা অবগত আছেন। 

এ ব্যাপারে শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া জানান, রাজু মোল্লার কাছে দেশীয় অস্ত্র পাওয়ার অভিযোগে তাকে কয়েকজন শিক্ষার্থী শারীরিকভাবে আহত করে প্রভোস্ট রুমে নিয়ে আসে। এমন সংবাদ পেয়ে আমি দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

leave a reply