স্পিকারের সাথে জাতিসংঘের আন্ডারসেক্রেটারির সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, পলিসি এন্ড কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড। শনিবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের সাক্ষাৎ হয়। এসময় জাতিসংঘের শান্তি মিশনে নারীদের অংশগ্রহণ, নারীর ক্ষমতায়ন, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয় সাক্ষাৎকালে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, রোহিঙ্গা ইস্যু, সংসদীয় অধিবেশন, শান্তি মিশনে নারীদের অংশগ্রহণ বিষয়ে শিরীন শারমিন চৌধুরীর সাথে আলোচনা করেন ক্যাথরিন পোলার্ড।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমানে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের অন্যতম বড় একটি সমস্যা। বাংলাদেশের প্রধান পর্যটন স্থান কক্সবাজারের জনসংখ্যার থেকেও রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে গেছে। শুধুমাত্র রাজনৈতিক স্বদিচ্ছার মাধ্যমেই এ সমস্যার সমাধান করা সম্ভব।

নারী শান্তিরক্ষীর প্রথম বৈঠকে নিজের অংশগ্রহণের কথা উল্লেখ করে স্পিকার বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশের নারীরা দক্ষতা ও সুনামের সাথে  কাজ করছেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদী তিনি।

এসময় আন্ডার সেক্রেটারি জেনারেল পোলার্ড জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের দীর্ঘস্থায়ী এবং বিশাল অবদানের কথা স্বীকার করেন। তিনি নারীর ক্ষমতায়নে বাংলাদেশের যেসব অর্জন রয়েছে তারও প্রশংসা করেন। তিনি বর্তমানে চলমান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমগুলো অতীতের শান্তিরক্ষা কার্যক্রমের বিপরীতে ক্রমশ জটিল ও ব্যয়বহুল হয়ে উঠছে উল্লেখ করে এ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।

সাক্ষাৎকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বিশেষ সহকারী দারাগ রাসেলসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • Wow, marvelous weblog structure! How long have you ever been running a blog for?
    you made running a blog glance easy. The entire glance
    of your website is magnificent, as neatly as the
    content! You can see similar here najlepszy sklep

leave a reply