সেরা প্রাবন্ধিকের পুরস্কার পেলেন ইবি শিক্ষক ড. এরশাদুল

ইতিহাস একাডেমি ঢাকা আয়োজিত ‘ইতিহাস ও ঐতিহ্য’ বিষয়ক ১৮ তম আন্তর্জাতিক সম্মেলনে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পেশা ‘ঘুটে কুড়ানী ও বারানি’ শিরোনামে প্রবন্ধ পাঠ করে লোকবিদ আশরাফ স্মৃতি সিদ্দিকী স্মৃতি পুরস্কার অর্জন করলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ড. এরশাদুল হক।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস একাডেমি আয়োজিত ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এ পুরস্কার তুলে দেয়া হয় তার হাতে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. গোলাম ফারুক। সম্মেলনে চার ক্যাটাগরিতে চারজন প্রাবন্ধিককে পুরস্কার প্রদান করা হয়।

এ বিষয়ে ড. এরশাদুল হক বলেন, ‘এটা নিঃসন্দেহে আমার জন্য বড় একটা প্রাপ্তি। আমার পরবর্তী গবেষণার ক্ষেত্রে এই পুরস্কার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং আমাকে উৎসাহ যোগাবে।’

leave a reply