সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মালিক সমিতি। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত দু’দিন বাস চলাচল বন্ধ রাখঅর ঘোষণা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বাস মালিক সমিতির বৈঠক শেষে চার দফা দাবি আদায়ের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। এর আগে সিলেট ও মৌলভীবাজারে পরিবহন ধর্মঘটের ডাক দেয় নিজ নিজ জেলার বাস মালিক সমিতি।
বিএনপির নেতাদের দাবি, গণসমাবেশে লোকসমাগম ঠেকাতেই বাস মালিকদের ধর্মঘট ডাকতে বাধ্য করেছে সরকার। বিএনপির গণসমাবেশের সঙ্গে বাস ধর্মঘটের কোনো সম্পর্ক নেই জানিয়ে সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী এলাকার এম এ খান সেতুর টোল আদায় বন্ধ, ব্যাটারিচালিত ইজিবাইক ও পরীক্ষামূলক (অন টেস্ট) সিএনজিচালিত অটোরিকশা বন্ধসহ সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার ও আধুনিকায়নের চার দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।