সুনামগঞ্জে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

সুনামগঞ্জে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। 

দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন দপ্তরের ৬০ টি স্টল অংশ গ্রহণ করেছে। উদ্বোধনের পর বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক।

এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারের বিভিন্ন বিভাগ কীভাবে ডিজিটাল সেবা দিচ্ছে, সেই সেবাগুলো প্রদর্শনের জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ডিজিটাল মেলার সাথে উদ্ভাবনী কথাটি যুক্ত আছে। উদ্ভাবন বলতে শুধু নতুন নতুন জিনিস আবিষ্কার সেটা নয়। সরকারি বিভিন্ন বিভাগের সেবা কিভাবে দেওয়া হচ্ছে, সেই সেবাগুলো বিনা খরচে, সহজভাবে কম সময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, সেটিই হচ্ছে উদ্ভাবন। 

জেলা প্রশাসক আরও বলেন, আগে যেখানে সরকারি সেবা পেতে সকল মানুষকে অফিসে যেতে হত। এখন ভূমির নামজারি, ভূমির পর্চা দেখাসহ বিভিন্ন সেবা ঘরে বসে পাওয়া যাচ্ছে। আগে থানায় গিয়ে জিডি করতে হতো। এখন অনলাইনে ঘরে বসে জিডি করা যায়। ঘরে বসে পাসপোর্টের জন্যও আবেদন করা হয় এবং কম সময়ে ডেলিভারি হয়। এটিই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। 

জেলা প্রশাসন সুনামগঞ্জের আয়োজনে ও সহকারী কমিশনার আর্নিকা আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহিউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজ্বী আবুল কালাম প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন, স্হানীয় সরকার সুনামগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম।

leave a reply